কর্মসংস্থান মেলায় প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে । অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকগণকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরন ( হুইল চেয়ার ৪৩১টি ,ট্রাই-সাইকেল ১১ টি,হিয়ারিং এইড ৪১টি ,সাদাছড়ি ৫০ টি, টয়লেট চেয়ার ১৪ টি, স্ট্যান্ডিং ফ্রেম ০৮ টি, ওয়াকার রোলেটর ০৭টি, ওয়াকার ফোল্ডিং ০৭ টি, কর্নার চেয়ার০৭টি , ইত্যাদি ) বিতরন করা হয়।থেরাপি সেবা গ্রহন করে অসংখ্য রোগী স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে।প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভ্রাম্যমান সেবা প্রদানের মাধ্যমে জনসচেতনাতা বৃদ্ধি পেয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস