Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

 

 

ভিশন :

সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন ও তাদের স্বাথ সূরক্ষা।

মিশন :

সকল ধরনের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমমর্যাদা , অধিকার, পূর্ণা অংশগ্রহন এবং একীভূত সমাজ ব্যবস্থা নিশ্চিতকরণ । প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য সামাজিক সচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যামে দেশের  সার্বিক উন্নয়ন সাধন

১) বিভিন্ন ধরণের প্রতিবন্ধীদের বিনা মূল্য থেরাপী চিকিৎসা সুবিধা প্রদান।

২)  প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সেবা প্রদান।

৩) বিভিন্ন ধরণের প্রতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে চলাচল সহায়ক উপকরণ

     ( হুইল চেয়ার, ট্রাই সাইকেল, ক্রাচ, হিয়ারিং এইড,ও সাদা ছড়ি )  বিতরণ ।

৪) কাউন্সেলিং ইত্যাদি।

  • এছাড়াও-
  • ১. বিভিন্ন ধরণের প্রতিবন্ধীদের বিনা মূল্যে থেরাপী চিকিৎসা সুবিধা প্রদান।
  • ২. প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সেবা প্রদান।
  • ৩. বিভিন্ন ধরণের প্রতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে চলাচল সহায়ক উপকরণ (হুইল চেয়ার, হুইল ফ্রেম , ক্রাচ, হিয়ারিং এইড, হোয়াইট কেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চশমা) বিতরণ।
  • ৪. প্রতিবন্ধীদের তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ।
  • ৫. কাউন্সেলিং ইত্যাদি।